Tumi Aamar Hoye Jao (তুমি আমার হয়ে যাও) Lyrics by Raj Barman And Kajol Chatterjee | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Tumi Aamar Hoye Jao
Song's Vocalist - Raj Barman And Kajol Chatterjee
Song's Composer - Aamlaann Chakraabarty
Song's Lyricist - Laavanggi
Song's Release Date - 10 February 2023
Song's Published on Sony Music India Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তুমি আমার হয়ে যাও" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তুমি আমার হয়ে যাও" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রাজ বর্মন ও কাজল চ্যাটার্জি। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন অম্লান চক্রবর্তী এবং গানটির কথা লিখেছেন লাভাংগি। গানটি ইউটিউব চ্যানেল Sony Music India -তে 10 February 2023 -তে প্রকাশিত হয়।
"তুমি আমার হয়ে যাও" গানের সম্পূর্ণ লিরিক্স
চোখের আড়ালে মনের আদরে
বেসেছি ভালো তোমায়
না জানি কবে বলি তোমাকে
ভেবেছি কত তোমায়।
তোমারই জোনাকি
করে আলো আমার মনের ঘর
তোমারই ছোঁয়াতে কমে জ্বর।
বোঝোনা কেন যে
তুমি থাকলে পাশে কাটে না ঘোর
তোমাকে দেখি রাতভোর...
হয়ে যাও হয়ে যাও
তুমি আমার হয়ে যাও
ডেকে নাও ডেকে নাও
আমায় কাছে ডেকে নাও।
তোমার পাড়ায় প্রেমের মিছিল
মিছিমিছি ডাকে আমায়
জানিনা কি ইশারায়।
তুমি এলে উষ্ণতা পেলে
আমি হেঁটে হেঁটে ছায়া খুঁজি
তোমাতে চোখ বুজি।
তোমারই জোনাকি
করে আলো আমার মনের ঘর
তোমারই ছোঁয়াতে কমে জ্বর।
বোঝোনা কেন যে
তুমি থাকলে পাশে কাটে না ঘোর
তোমাকে দেখি রাতভোর...
হয়ে যাও হয়ে যাও
তুমি আমার হয়ে যাও
ডেকে নাও ডেকে নাও
আমায় কাছে ডেকে নাও।
إرسال تعليق