Ads:

Moner Moto (মনের মতো) Lyrics by Dipaayan Banerjee | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Moner Moto
Song's Vocalist - Dipaayan Banerjee
Song's Composer - Aneek Dhar
Song's Lyricist - Nilanjan Chakraborty
Song's Release Date - 28 February 2023
Song's Published on Zee Music Company Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "মনের মতো" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "মনের মতো" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী দীপায়ন ব্যানার্জী। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন অনিক ধর এবং গানটির কথা লিখেছেন নীলাঞ্জন চক্রবর্তী। গানটি ইউটিউব চ্যানেল Zee Music Company -তে 28 February 2023 -তে প্রকাশিত হয়।


"মনের মতো" গানের সম্পূর্ণ লিরিক্স

হঠাৎ এ মন হাওয়ার মতন
চোখে ধুলোর আঁচড়ে
ডানা বেঁধে মন হারাতে
তার চোখে ঘর দেখেছে।

হঠাৎ এ মন হাওয়ার মতন
চোখে ধুলোর আদরে
কোথায় যে তার বালির প্রাসাদ
ওই মনে ঘর বেঁধেছে।

সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।

হঠাৎ আবার চেনা হাওয়ার
চোখে এ চোখ থেমেছে
মনের পরাগ লুকোনো থাক
মন ভরে দেখি তাকে।

হঠাৎ আবার প্রিয় হাওয়ার
ছোঁয়ায় এ মন হেসেছে
আস্কারাতে সব হারাতে
তার মনে ঘর বেঁধেছে।

সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।

মেঘের সাজে হাওয়ারা এসে
বেঁধে গেলো মনের ডামসারাজ
হাসির ঠোঁটে ইশারা ফোটে
তার কথা সব বলে যাক।

মেঘের কাছে ধরা পড়েছে
মনে মনে লুকোনো আওয়াজ
পলাশ চোখে পিছলে ডুবে
তার কাছে সব বলা থাক।

সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।

হঠাৎ এ মন হাওয়ায় জখম
আজ কেমন সে রোদ কুড়িয়ে
রানীর পাড়ায় মুক্ত ছড়ায়
এই মনে ভাগ বসিয়ে।

হঠাৎ কখন নিজের মতন
অগোছালো রং উড়িয়ে
সোহাগ লোকায় ওই খেলনা
এই মনে মন জড়িয়ে।

সে যে আমার মনের মতো
সে যে আমারই মনে হয়
সে যে আমার মনের মতো
সে যে আমারই মনে হয়।

Post a Comment

أحدث أقدم