Ads:

Darale Duare (দাঁড়ালে দুয়ারে মোর) Lyrics by Mukul Mojumder Ishaan And Sanzida Mahmood Nandita | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Darale Duare
Song's Vocalist - Mukul Mojumder Ishaan And Sanzida Mahmood Nandita
Song's Composer - Shuvendu Das Shuvo
Song's Lyricist - Kazi Nazrul Islam
Song's Release Date - 21th April 2023
Song's Published on Coke Studio Bangla Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "দাঁড়ালে দুয়ারে মোর" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "দাঁড়ালে দুয়ারে মোর" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী মুকুল মজুমদার ইশান ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন শুভেন্দু দাস শুভ এবং গানটির কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম। গানটি ইউটিউব চ্যানেল Coke Studio Bangla -তে 21th April 2023 -তে প্রকাশিত হয়।


"দাঁড়ালে দুয়ারে মোর" গানের সম্পূর্ণ লিরিক্স

দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে।

বেলা-শেষের রাগিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।

মিনতি-ভরা আঁখি
কে তুমি ঝড়ের পাখি
কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে কোথায় রাখি
কোন প্রিয় নামে ডাকি
বলো কোন প্রিয় নামে ডাকি।

মান ভাঙাবো মানিনী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।

বুকে তোমায় রাখতে প্রিয়
চোখে আমার বারি ঝরে
চোখে যদি রাখিতে চাই
বুকে ওঠে ব্যথা ভরে।

যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়।

কে তুমি যাদুকরী
বলো কে তুমি যাদুকরী
স্বপন-মরু-চারিণী।

দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে।

বেলা-শেষের রাগিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।

Post a Comment

أحدث أقدم