Hai Hai Saat Pake (হায় হায় সাতপাকে) Lyrics by Rupankar Bagchi, Ishan Mitra And Ankita Bhattacharya | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Hai Hai Saat Pake
Song's Vocalist - Rupankar Bagchi, Ishan Mitra And Ankita Bhattacharya
Song's Composer - Ansuman Roy And Savvy
Song's Lyricist - Niladri Sekhar Basu And Ritam Sen
Song's Release Date - 06 April 2023
Song's Published on Surinder Films Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "হায় হায় সাতপাকে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "হায় হায় সাতপাকে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রূপঙ্কর বাগচী, ইশান মিত্র ও অঙ্কিতা ভট্টাচার্য। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আনসুমান রায় এবং স্যাভি এবং গানটির কথা লিখেছেন নীলাদ্রি শেখর বসু এবং রিতম সেন। গানটি ইউটিউব চ্যানেল Surinder Films -তে 06 April 2023 -তে প্রকাশিত হয়।
"হায় হায় সাতপাকে" গানের সম্পূর্ণ লিরিক্স
হায় হায় সাতপাকে বাঁধা পোড়োনা
এক দুটো পাক কম হলে মন্দ হবেনা
মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো
সোনার টুপি লোহার হবে সেটা মনে রেখো।
যাও যাও যাও বাবা মিছে বোলোনা
নিজের সাথে আমার কেন করো তুলনা?
বিয়ের পরে চলবে জীবন গড়গড়িয়ে রে
লোহাই বরং সোনা হবে পরশপাথরে
যাও যাও যাও বাবা মিছে বোলোনা।
ছাদনাতলায় পাতা আছে শিল আর নোড়া
চোখ জুড়িয়ে দিয়ে আমার ভালো থাকিস তোরা
আর ভেবো না মা গো আমার ভয় রেখো না মনে
নকশীকাঁথায় বুনবো জীবন আমরা যে দু'জনে।
শিল নোড়াতে ভাঙবে নাগো লাগবে জোড়া মনে
হাজার তারা উঠবে জ্বলে আজকে শুভক্ষণে।
হায় হায় সাতপাকে বাঁধা পোড়োনা
এক দুটো পাক কম হলে মন্দ হবেনা
যাও যাও যাও বাবা মিছে বোলোনা
নিজের সাথে আমার কেন করো তুলনা?
হায় হায় সাতপাকে বাঁধা পোড়োনা
যাও যাও যাও বাবা মিছে বোলোনা।
إرسال تعليق