Jodidong Hridoyong Tobo (যদিদং হৃদয়ং তব) Lyrics by Rupak Tiary and Somlata Acharyya Chowdhury | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Jodidong Hridoyong Tobo
Song's Vocalist - Rupak Tiary and Somlata Acharyya Chowdhury
Song's Composer - Savvy
Song's Lyricist - Srijato
Song's Release Date - 23th April 2023
Song's Published on Surinder Films Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "যদিদং হৃদয়ং তব" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "যদিদং হৃদয়ং তব" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রূপক টিয়ারি ও সোমলতা আচার্য্য চৌধুরী। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন স্যাভি এবং গানটির কথা লিখেছেন শ্রীজাত। গানটি ইউটিউব চ্যানেল Surinder Films -তে 23th April 2023 -তে প্রকাশিত হয়।
"যদিদং হৃদয়ং তব" গানের সম্পূর্ণ লিরিক্স
যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম
একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম।
ভালবাসা ছিল এতদিন একা একা
প্রজাপতি এসে বসেছিল তার কাঁধে
ঠিক তারপরে তোমার আমার দেখা
এখনও মানুষ এভাবেই ঘর বাঁধে।
একই ঘরে আছে সকলের আনাগোনা
সকলে থাকলে ঘর বড় হয় আরও
আর কোনও দিন কোত্থাও যাচ্ছ না
না না কোনও দিন কোত্থাও যাচ্ছ না
এবার কেবল কাছেই থাকতে পারো।
যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম
একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম।
প্রজাপতি ঘোরে এ বাড়ি ও বাড়ি রোজ
কত জানলায় কত যে গল্প থাকে
কেউ পেয়ে যায় শুরুতেই তার খোঁজ
কেউ দেখা পায় অনেক অনেক দূরের বাঁকে।
তবু ভালবাসা কখনও হয় না খালি
মন ভেঙে গেলে সানাই সুতোয় জোড়ে
তুমি আমি আর এ কাহিনি রূপশালী
তুমি আমি আর এ কাহিনি রূপশালী
আমাদের নামে প্রজাপতি যেন ওড়ে এ এ এ।
যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম
একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম।
إرسال تعليق