Ramjaner Oi Rojar Sheshe (রমজানের ঐ রোজার শেষে) Lyrics by Milon Mahmud, Imran Mahmudul, Kona, Konal, Jhilik And Shiekh Sadi | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Ramjaner Oi Rojar Sheshe
Song's Vocalist - Milon Mahmud, Imran Mahmudul, Kona, Konal, Jhilik And Shiekh Sadi
Song's Composer - Kazi Nazrul Islam
Song's Lyricist - Kazi Nazrul Islam
Song's Release Date - 20th April 2023
Song's Published on Channel i Tv Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "রমজানের ঐ রোজার শেষে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "রমজানের ঐ রোজার শেষে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী মিলন মাহমুদ, ইমরান মাহমুদুল, কনা, কোনাল, ঝিলিক ও শেখ সাদী। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন কাজী নজরুল ইসলাম এবং গানটির কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম। গানটি ইউটিউব চ্যানেল Channel i Tv -তে 20th April 2023 -তে প্রকাশিত হয়।
"রমজানের ঐ রোজার শেষে" গানের সম্পূর্ণ লিরিক্স
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্
আসমানী তাগিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্
আসমানী তাগিদ।
তোর সোনা-দানা বালাখানা
সব রাহেলিল্লাহ্
তোর সোনা-দানা বালাখানা
সব রাহেলিল্লাহ্।
দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ
ভাঙাইতে নিঁদ
দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ
ভাঙাইতে নিঁদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্
আসমানী তাগিদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন
সেই সে ঈদ-গাহে
আজ পড়বি ঈদের নামাজ রে মন
সেই সে ঈদ-গাহে।
যে ময়দানে সব গাজী মুসলিম
হয়েছে শহীদ
যে ময়দানে সব গাজী মুসলিম
হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্
আসমানী তাগিদ।
আজ ভুলে যা তোর দোস্ত দুশমন
হাত মিলাও হাতে
আজ ভুলে যা তোর দোস্ত দুশমন
হাত মিলাও হাতে।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল
ইসলামে মুরীদ
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল
ইসলামে মুরীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্
আসমানী তাগিদ।
যারা জীবন ভরে রাখছে রোজা
নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতিম মিসকিনে দে
যা কিছু মুফিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে
শিরনি তৌহিদের
তোর দাওয়াত কবুল করবেন হজরত
হয় মনে উম্মীদ।
তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে
ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে
প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ওই রোজার শেষে
এলো খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্
আসমানী তাগিদ।
إرسال تعليق