Ads:

Ammu Tumi Chara (আম্মু তুমি ছাড়া) Lyrics by Rifat Rahman | Bangla Islamic Song 2023

Gojol's Informations
Name of the Gojol - Ammu Tumi Chara
Gojol's Vocalist - Rifat Rahman
Gojol's Composer - Forkan Rashid
Gojol's Lyricist - Junaira Nuha
Gojol's Release Date - 02 May 2023
Gojol's Published on Holy Tune Youtube Channel

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "আম্মু তুমি ছাড়া" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "আম্মু তুমি ছাড়া" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী রিফাত রহমান। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন ফোরকান রশিদ এবং গজলটির কথা লিখেছেন জুনাইরা নুহা। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 02 May 2023 -তে প্রকাশিত হয়।


"আম্মু তুমি ছাড়া" গজলের সম্পূর্ণ লিরিক্স

আম্মু তুমি ছাড়া আমার ভালো লাগে না
আর কতদিন থাকবো একা একটু বলো না
আম্মু তুমি ছাড়া আমার ভালো লাগে না
আর কতদিন থাকবো একা একটু বলো না।

তোমার সোহাগ না পাই যদি রাত কেটে যায় নির বদি
তোমার সোহাগ না পাই যদি রাত কেটে যায় নির বদি
ঘুম তো আসে না ঘুম তো আসে না।

আর কতদিন থাকবো একা একটু বলো না
আর কতদিন থাকবো একা একটু বলো না
ওই দেখো মা কত শিশুর আম্মু আসে রোজ
গালে মুখে চুমু খেয়ে নিচ্ছে কত খোঁজ।

ওই দেখো মা কত শিশুর আম্মু আসে রোজ
গালে মুখে চুমু খেয়ে নিচ্ছে কত খোঁজ
তাই দেখে মা তোমায় ভেবে দিন কেটে যায় আসবে কবে
তাই দেখে মা তোমায় ভেবে দিন কেটে যায় আসবে কবে।

আরতো পারি না আরতো পারি না
আর কতদিন থাকবো একা একটু বলো না
আর কতদিন থাকবো একা একটু বলো না
রোজ সকালের মত বেজায় শিখে আল কুরআন
বুকের পাতায় লিখে মাগো তোমার স্নেহ ডান্স।

রোজ সকালের মত বেজায় শিখে আল কুরআন
বুকের পাতায় লিখে মাগো তোমার স্নেহ ডান্স
কেউ মা আমার পাশে এসে তোমার মত একটু হেসে
খুলে ঠুলে না খুলে ঠুলে না।

আর কতদিন থাকবো একা একটু বলো না
আর কতদিন থাকবো একা একটু বলো না
আর কতদিন থাকবো একা একটু বলো না
আর কতদিন থাকবো একা একটু বলো না।

Post a Comment

أحدث أقدم