Ads:

Boyam Pakhi (বৈয়ম পাখি) Lyrics by Nasir Uddin Khan | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Boyam Pakhi
Song's Vocalist - Nasir Uddin Khan
Song's Composer - Khayam Sanu Sandhi
Song's Lyricist - Khayam Sanu Sandhi And Max Rahman
Song's Release Date - 21 April 2023
Song's Published on Chorki Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "বৈয়ম পাখি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "বৈয়ম পাখি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী নাসির উদ্দিন খান। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন খৈয়াম সানু সন্ধি এবং গানটির কথা লিখেছেন খৈম সানু সন্ধি এবং ম্যাক্স রহমান। গানটি ইউটিউব চ্যানেল Chorki -তে 21 April 2023 -তে প্রকাশিত হয়।


"বৈয়ম পাখি" গানের সম্পূর্ণ লিরিক্স

তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ
তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ।

তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ
তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ।

কী খুব খুশি লাগতেছে
ভডোর গরি ধরি ত্তাই ত্তোনো আমাকে তো ধরা যায়না
আই দইজ্জার গাঙচিল আমি সাগরের গাংচিল
মাইত্তে গেলে লাগাইত্তাইতেনো ধরতে গেলে ছুড়তে পারো
বুলেট গুলি ঢিল বুলেট গুলি বা ঢিল।

কেউরে নফুসি নডরাই কারো কথা শুনিনা আমি
মজা আর মজা সুধু করি মজা
আইনার মিদ্দো সাইলে দেইদে আয়নার দিকে তাকিয়ে দেখি
দেহা যার উজ্ঞো রাজা দেখা যাই এক রাজা।

তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ
তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ।

তোমারে আমার পছন্দ হইছে
তোমারে আমার পছন্দ হইছে
ইতেওন হেহে উতিওন আমি নয় কারো পর
আর নাই খোনো আফন নই কারো আপন
মাইশেলফ অ্যালেন স্বপন
মাইশেলফ অ্যালেন স্বপন।

তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ
তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ।

তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ
তৈ তৈ তৈ তৈ তৈ
আমার বৈয়ম ফাখি খৈ।

আর লুকাইয়া রাখতে
পারলাম না প্রতিভা
গানই গায়ে ফেলাম এবার।

Post a Comment

أحدث أقدم