Ads:

Deora (দেওরা) Lyrics by Pritom Hasan, Islam Uddin Palakar and Fazlu Majhi | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Deora
Song's Vocalist - Pritom Hasan, Islam Uddin Palakar and Fazlu Majhi
Song's Composer - Collected
Song's Lyricist - Collected
Song's Release Date - 07 May 2023
Song's Published on Coke Studio Bangla Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "দেওরা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "দেওরা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন সংগৃহীত এবং গানটির কথা লিখেছেন সংগৃহীত। গানটি ইউটিউব চ্যানেল Coke Studio Bangla -তে 07 May 2023 -তে প্রকাশিত হয়।


"দেওরা" গানের সম্পূর্ণ লিরিক্স

এতো সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে
যত বারেই ফিরি ঘরে তবু
ভরে না মন তাতে তাতে
হাতে লাগে রে হাতে।

আরে হাতে লাগে ব্যথা রে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে
আরে হাতে লাগে ব্যথা রে।

হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে
হায়রে আমরার বাড়ি আইসো দেওরা
বসতে দেবো পিড়া।

হায় হায় বসতে দেবো পিড়া
আরে জলপান করিতে দেবো
শালিক ধানের চিড়া রে।

হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে
আরে হাতে লাগে ব্যথা রে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে।

ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল
কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল।

আরে আইজকা মোরা
বাইচাল বাইছি মনেরই মতন
হায় হায় মনেরই মতন।

দেখো বাইচ খেলিয়া এবার
কিন্তু জীবন করবো সার্থক রে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে।

হায়রে আগা লায়ে বৈঠার
সাথে মারবে তোমরা টান
আর ঝড়-তুফান আসিলে
কিন্তু নৌকা যাবে চলি রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে।

আরে হাতে লাগে ব্যথা রে
হাতে লাগে ব্যথা রে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে।

এতো সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে।

যত বারেই ফিরি ঘরে তবু
ভরে না মন তাতে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে।

Post a Comment

أحدث أقدم