Ads:

Ore Jan (ওরে জান) Lyrics by Imran Mahmudul and Marufa Trisha | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Ore Jan
Song's Vocalist - Imran Mahmudul and Marufa Trisha
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Jamal Hossain
Song's Release Date - 05 June 2023
Song's Published on Rangon Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ওরে জান" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ওরে জান" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও মারুফা ত্রিশা। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইমরান মাহমুদুল এবং গানটির কথা লিখেছেন জামাল হোসেন। গানটি ইউটিউব চ্যানেল Rangon Music -তে 05 June 2023 -তে প্রকাশিত হয়।


"ওরে জান" গানের সম্পূর্ণ লিরিক্স

তোর চোখে দেখি তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান ওরে জান
তোর চোখে দেখি তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান ওরে জান।

তোর অধরের তিল তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান ওরে জান।

তোর পায়ে পায়ে হাঁটি চল
ভালোবাসি শুধু একটু বল
ঐ চোখেতে মন ভুলেতে
ঝরাবো না কভু জল।

তোর চোখে দেখি তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান ওরে জান
তোর অধরের তিল তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান ওরে জান।

তোর চোখে দেখি তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান ওরে জান
তোর অধরের তিল তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান ওরে জান।

আমি ভেঙ্গে দেবো তোর যত অভিমান
হোক না উঁচু তা পাহাড়ের সমান
তোর অভিমানী ঠোঁটে ফোটাবো হাসি
ঝরাবো ভালোবাসা রাশি রাশি।

দেখে যাও হাসবে জোছনা মাখা
ওই আসমান... ওরে জান।

তোর চোখে দেখি তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান ওরে জান
তোর অধরের তিল তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান ওরে জান
ভাবি তোকে দিন মান ওরে জান।

তোর চোখে দেখি তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান ওরে জান
তোর অধরের তিল তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান ওরে জান
ভাবি তোকে দিন মান ওরে জান।

তোর হাসি মাখা মুখ তোর হরিনি চোখ
দেখলে ছড়ায় বুকে সুখ অফুরান
তোর কাছে যেতে তোকে কাছে পেতে
ভালোবাসতে এ মন করে আনচান।

দেখে যা হাসবে জোছনা মাখা
ওই আসমান... ওরে জান।

তোর চোখে দেখি তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান ওরে জান
তোর অধরের তিল তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান ওরে জান
ভাবি তোকে দিন মান ওরে জান।

তোর চোখে দেখি তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন মান ওরে জান
তোর অধরের তিল তোর আবেগি দিল
প্রেমে ঝর্না বহমান ওরে জান
ভাবি তোকে দিন মান ওরে জান।

Post a Comment

أحدث أقدم